
দেড় বছর পর ওয়ানডে ক্রিকেটে সিরিজ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ, ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারালো স্বাগতিকরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ১৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে টাইগাররা।
সৌম্য সরকার ও সাইফ হাসানের ব্যাটিং দৃঢ়তায় স্বাগতিকরা ২৯৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল। জবাবে নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের স্পিন ভেল্কিতে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান দুর্দান্ত সূচনা এনে দেন। পাওয়ার প্লে'তে নিয়ন্ত্রিত ঝুঁকি নিয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন তারা। দুজনের ১৭৬ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের শক্ত ভিত গড়ে দেয়, যা ম্যাচের শুরুতেই টাইগারদের চালকের আসনে বসিয়ে দেয়।
মাত্র ৭২ বলে ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮০ রানের এক ঝলমলে ইনিংস খেলেন সাইফ হাসান। অন্য প্রান্তে, সৌম্য সরকারও তার পুরনো বিধ্বংসী রূপে ফিরে ৮৬ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৯১ রান করেন। তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন দুই ওপেনার।
ওপেনিং জুটি ভাঙার পর বাংলাদেশের ইনিংসের গতি কিছুটা মন্থর হলেও নাজমুল হোসেন শান্ত (৪৪) এবং তাওহীদ হৃদয় (২৮) ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। নিয়মিত বিরতিতে উইকেট পতনে বড় স্কোরের সম্ভাবনা কিছুটা কমলেও শেষদিকে নুরুল হাসান সোহান ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দ্রুত রান তোলায় সম্মানজনক স্কোর পায় বাংলাদেশ। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে মিরাজ করেন ১৭ রান। সোহান মাত্র ৮ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ২৯৬। সফরকারীদের পক্ষে দারুণ বোলিং করে ৪১ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন আকিল হোসেন।
২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং অর্ডারে ধস নামার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। নাসুমের স্পিন ভেল্কিতে দলীয় ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। তানভিরের বলে কাটা পড়েন অধিনায়ক শাই হোপ। এরপর রিশাদ জাদুতে খেই হারায় সফরকারীরা।
শেষদিকে জাস্টিন গ্রেভস-আকিল হোসেনরা পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। দশ নম্বরে নামা আকিল হোসেনের ব্যাট থেকে আসে ২৭ রান, যা ইনিংসে কোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।
বাংলাদেশের হয়ে দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়ে ৩টি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তানভির। ওয়েস্ট ইন্ডিজ তাদের ৫০ ওভার শেষ করার আগেই ১১৭ রানে গুটিয়ে যায়।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আগামী ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ দুই ম্যাচ হবে যথাক্রমে- ২৯ ও ৩১ অক্টোবর।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC