বলিউড তারকা অভিনেত্রী হিনা খান। সম্প্রতি তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যান্সারের মতো মারণ রোগ শরীরে বাসা বাঁধলেও, তিনি ভেঙে পড়েননি। বরং, কেমোথেরাপি চলাকালীনই তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।
তবে, শারীরিক অসুস্থতার কারণে, তাঁর মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা দিয়েছে। কেমোথেরাপির কারণে, তাঁর চুল উঠে যাচ্ছে, নখ বিবর্ণ হয়ে যাচ্ছে, এমনকি ভেঙেও যাচ্ছে। কিন্তু, তা সত্ত্বেও, হিনার চারপাশে থাকা কিছু মানুষ, তাঁর নখ নিয়ে প্রশ্ন তুলছেন। কেন তিনি নেলপলিশ পরছেন না, সেই প্রশ্নও করা হচ্ছে তাঁকে।
হিনা জানিয়েছেন, কেমোথেরাপির কারণে তাঁর নখ ভঙ্গুর ও শুষ্ক হয়ে গেছে। নেলপলিশ পরলে, তা তাঁর নখের ক্ষতি করতে পারে। তাই, তিনি নেলপলিশ পরা থেকে বিরত থাকছেন।
অভিনেত্রী বলেছেন, "অনেকেই আমার নখের কথা জিজ্ঞাসা করছেন, আমার আবাসনের কিছু প্রতিবেশীও রয়েছেন এই তালিকায়। আমি কেন নেলপলিশ ব্যবহার করি না? আমি কী ভাবে নেলপলিশ পরে নামাজ পড়ব? এমন নানা প্রশ্ন। একটু মাথা ব্যবহার করুন।"
তিনি আরও বলেন, "কেমোথেরাপির সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে একটি হল নখের বিবর্ণতা। আমার নখ ভঙ্গুর, শুষ্ক হয়ে গেছে এবং মাঝে মাঝে নখ আপনা থেকেই উঠে আসে। কিন্তু ভাল দিকটা কী জান, এই সবই সাময়িক। আর মনে রাখবেন আমি সুস্থ হয়ে উঠছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।"
সূত্র: আনন্দবাজার পত্রিকা
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC