বলিউডের আরেক তারকা কি মা হতে চলেছেন? দীপিকা পাড়ুকোনের মা হওয়ার খবরের পর এবার ক্যাটরিনা কাইফের গর্ভধারণের জল্পনা তুঙ্গে। ক্যাটরিনাকে সম্প্রতি ঢিলেঢালা পোশাকে দেখা গেছে, যা নেটদুনিয়ায় তুফান তুলেছে।
অনেকে মনে করছেন, ক্যাটরিনাও দীপিকার মতো মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মূলধারার ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে চলছে জোর চর্চা।
সদ্য তাঁকে ভিকি কৌশলের সঙ্গে দেখা যায় জামনগরে আম্বানি পরিবারের প্রিওয়েডিং পার্টি-তে যোগ দিতে। ভিকি কৌশলের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা। ল্যাগেঙ্গায় নজর কেড়েছিলেন তিনি। তবে সেই জামনগর থেকে ফেরার পথে এবার অন্য ছবি ধরা পড়ল পাপারাৎজিদের ফ্রেমে।
ঢিলে ঢালা পোশাকে ক্যাটরিনা। ওড়না দিয়ে ঢাকা পেট। ফলে অনেকেরই অনুমান তিনিও নাকি অন্তঃসত্ত্বা। মা হতে চলেছেন। তবে সেই খবর এখনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেননি তাঁরা।
[caption id="" align="alignnone" width="1170"] ক্যাটরিনা কাইফ, সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন ভিকি কৌশল। ছবি: ফেসবুক[/caption]
ফলে খবরের সত্যতা নিয়ে ধোঁয়াশা থেকে যায়। তবে আনুশকা শর্মার ক্ষেত্রেও এই খবর সামনে এনেছিলেন পাপারাজ্জিরাই। নেটদুনিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তে দেখে অনেকেই অনুমান করেছিলেন তিনি মা হতে চলেছেন। যদিও সেই খবরের সত্যতা প্রাথমিকভাবে সামনে আনেননি তাঁরা। সন্তান জন্ম নেওয়ার ছয় দিনের মাথায় সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিতে দেখা যায় তাঁদের।
তাই ক্যাটরিনার মা হওয়ার খবরের যে জল্পনা ছড়িয়ে পড়েছে তা উড়িয়ে দিতে নারাজ একশ্রেণি। তাঁদের স্পষ্ট অনুমান কিছুদিনের মধ্যেই এই জুটি সুখবর শেয়ার করে নেবেন। এখন যদিও সময়ের অপেক্ষা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC