ঘরের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করছে ভারত। রোববার (২২ অক্টোবর) ধর্মশালায় নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন বিরাট কোহলি। তার ব্যাট থেকেই দলটি জয়ের মন্ত্র পেয়ে যাচ্ছে। এতে ভীষণ উচ্ছ্বসিত বিরাটপত্নী আনুশকা শর্মা।
ম্যাচ জয়ের পরে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্ত্রী আনুশকা শর্মা। বলিউডের এই নায়িকা বিরাটের ছবি ও ইনিংসের ভিডিও ক্লিপ পোস্ট করে নতুন নামে সম্বোধন করেছেন তাকে।
আনুশকার শেয়ার করা ইনস্টাগ্রাম স্টোরির শেষ ছবিতে কোহলিকে ‘স্টর্ম চেজার’ নামে সম্বোধন করেছেন আনুশকা। অর্থাৎ যে ঝড়কেও তাড়া করার ক্ষমতা রাখে! এই ছবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লোগো রয়েছে এবং নিচে লেখা ছিল, ‘বেঙ্গালুরু, আমাকে ঝড়ের মধ্যে পাঠাও। আমি পথপ্রদর্শকের আলো হয়ে ফিরব।’
চলতি বিশ্বকাপে ভারতের হয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ থেকে কোহলি ৩৫৪ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি রয়েছে। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রান করে আউট হয়েছেন তিনি। সবমিলিয়ে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গা দখল করেছেন ৫ ম্যাচ শেষে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC