ঈদুল আজহায় পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অতিরিক্ত কোরবানির মাংস ও খাবার খেয়ে পরিপাকতন্ত্রসহ অন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০০ মানুষ।
এর মধ্যে শুধু পেশোয়ারেই অসুস্থ হয়েছেন ৬১০ জন। এমতাবস্থায় ঈদের সময় অতিরিক্ত খাবার বর্জন করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
গতকাল মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পেশোয়ারে পাকস্থলী ও অন্ত্রের রোগে ৬১০ জন, পাঞ্জাবে ১৮০ জন ও লাহোরে ২৩০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
দেশটির লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম জানান, বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খেয়ে আক্রান্ত হয়েছেন।
এ দিকে ঈদের সময় পরিমাণমত গোস্ত খেতে এবং অতিরিক্ত খাবার না খেতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC