আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম ঘোষণা করেছে সরকার। গত বছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা এবং খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে।
রবিবার (২৫ মে) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, কাঁচা চামড়া সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর ৩০ হাজার টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। একই সাথে, ঈদের দিন থেকে ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না, যাতে সংরক্ষণে কোনো সমস্যা না হয়।
ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে এই দাম ৫৫ থেকে ৬০ টাকা থাকবে। সর্বনিম্ন কাঁচা গরুর চামড়ার দাম ঢাকায় ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
শেখ বশিরউদ্দীন আরও জানান, দেশে কাঁচা চামড়ার চাহিদা পূরণ না হলে প্রয়োজনে চামড়া রপ্তানির সুযোগ থাকবে। চামড়া রপ্তানি সংক্রান্ত পূর্বের সকল বিধিনিষেধ সরকার প্রত্যাহার করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC