আসন্ন ঈদ-উল-আজহায় পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণের জন্য ব্যবসায়ী, সমিতি ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বৈঠক করবে সরকার আগামী সপ্তাহে।
আগামী ২৫ জুন বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সূত্র জানায়।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতি ঈদুল আজহায় কাঁচা চামড়ার ন্যায্য দাম নির্ধারণের বিষয়টি আলোচনা করা হয়।
২০২১ সালের দামের তুলনায় সারাদেশে প্রতি বর্গফুট (লবণ দেওয়া) কোরবানির গরুর কাঁচা চামড়ার দাম ২০২২ সালের ঈদুল আজহায় ৭ টাকা বাড়ানো হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছর ঈদ-উল-আজহায় ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা রয়েছে। এর মধ্যে কোরবানিযোগ্য পশু রয়েছে ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার। অর্থাৎ, এ বছর ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি পশু বেশি রয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC