সারাবিশ্বের মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা বা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ৬ জুন এই উৎসব পালিত হতে পারে বলে জানিয়েছে দেশটি।
শুক্রবার (২৩ মে) আরব আমিরাতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান এই সম্ভাব্য তারিখের বিষয়ে আলোকপাত করেছেন। তার গণনার ভিত্তিতে, জিলহজ মাসের প্রথম দিন আগামী বুধবার (২৮ মে) হতে পারে এবং সেই অনুযায়ী ঈদুল আযহা ৬ জুন পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ইসলামী ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ছুটির দিন এবং অন্যান্য ইসলামিক অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার পরেই নির্ধারিত হয়। তবে, জ্যোতির্বিজ্ঞানীরা আগাম একটি ধারণা দিয়েছেন, যা মুসলিম বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আরবি ভাষার সংবাদপত্র এমারাত আল ইয়ুম-কে দেওয়া এক সাক্ষাৎকারে জারওয়ান জানান, সংযুক্ত আরব আমিরাতে আগামী মঙ্গলবার (২৭ মে) সকাল ৭টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের উপরে থাকবে এবং প্রায় ৩৮ মিনিট ধরে দৃশ্যমান থাকবে, যা চাঁদ দেখার অনুকূল পরিবেশ তৈরি করবে।
তবে তিনি জোর দিয়ে বলেন যে, ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করে থাকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC