কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছেন চূড়ান্ত দল নির্বাচনের আগ পর্যন্ত মেসির ফিটনেস নিয়ে অপেক্ষা করা হবে।
ডান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় শনিবার পেরুর বিরুদ্ধে গ্রুপে পর্বে ২-০ গোলের জয়ের শেষ ম্যাচটি খেলতে পারেননি মেসি।
বুধবার আর্জেন্টিনার অনুশীলন সেশনেও ছিলেন না মেসি।
এ সময় স্কালোনি বলেছেন, তার ব্যপারে পরে সিদ্ধান্ত জানানো হবে। অনুশীলন পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা কিছুক্ষন অপেক্ষা করে সিদ্ধান্ত জানাবো। এখনো একদিন সময় বাকি আছে, যা আমাদের জন্য সুখবর। অনুশীলনের উপর নির্ভর করেই চূড়ান্ত দল ঘোষনা করা হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।’
স্কালোনি বলেছেন ম্যাচের প্রস্তুতি নিয়ে তিনি ৩৭ বছর বয়সী মেসির সাথে আলোচনা করবেন। আর্র্জেন্টাইন কোচ আরো বলেন, ‘আমরা তাকে যথাসম্ভব দলে রাখার চেষ্টা করবো। কিন্তু সে যদি প্রস্তুত না থাকে সেটা অন্য বিষয়। দলের জন্য সেরা সমাধানই আমরা বেছে নিব। আমি মনে করি পুরোপুরি ফিট হতে মেসি সময় নিক, একইসাথে যতটা সম্ভব অনুশীলনও শুরু করুক।’
দুই ম্যাচে জয়ী হয়ে আগেই নক আউট পর্ব নিশ্চিত হওয়ায় পেরুর বিপক্ষে শেষ ম্যাচে স্কালোনি নয়টি পরিবর্তন করে মূল দল সাজিয়েছিলেন। এতে বদলী বেঞ্চের খেলোয়াড়দেরও পরখ করে দেখার সুযোগ হয়েছে। ইকুয়েডরের বিরুদ্ধে মেসি যদি শেষ পর্যন্ত প্রস্তুত হয়ে উঠতে না পারেন তবে আক্রমনভাগে স্কালোনি জুলিয়ান আলভারেজ ও লটারো মার্টিনেজ, দুজনকেই রাখবেন।
তিন ম্যাচে চার গোল করে এখনো কোপার শীর্ষ গোলদাতা হিসেবে নিজেকে ধরে রেখেছেন লটারো। পেরুর বিপক্ষে করেছেন জোড়া গোল। কানাডার বিপক্ষে প্রথম ম্যাচে আলভারেজ গোল করেছিলেন।
স্কালোনি বলেন, ‘এই দুজনই ইকুয়েডরের বিপক্ষে একসাথে খেলেছে। শেষ ট্রেনিং সেশনের পর আমরা এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। আমরা কোনকিছুই এই মুহূর্তে বাতিল করছি না। আমাদের হাতেবিকল্প আছে, শেষ পর্যন্ত কোন একটিকে বেছে নিতে হবে। লটারো গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাল খেলছে। জুলিয়ানও তাই। আমি তাদের নিয়ে সন্তুষ্ট। উভয়ই গোল পেয়েছে। আশা করছি আগামীকালও এই ধারা তারা বজায় রাখতে পারবে। তাদের অবদানে আমি সত্যিই খুশী।’
এদিকে ইকুয়েডরের কোচ ফেলিক্স সানচেজ মেসিকে নিয়ে অথবা মেসিকে ছাড়া আর্জেন্টিনার বিরুদ্ধে বড় কোন পরিবর্তন আশা করছেন না।
এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা জানি সর্বোচ্চ পর্যায়ে আমরা খেলতে নামবো। মেসি এমন একজন খেলোয়াড় যিনি ম্যাচের পার্থক্য গড়ে দেন। আমরা মাঠে তাকে ছাড়া ও তাকেসহ আর্জেন্টিনার বিরুদ্ধে আগেও খেলেছি।
এতে আর্জেন্টিনার গেমপ্ল্যান খুব একটা পরবির্তন হয়না। এই দলের কোচ দীর্ঘদিন ধরে তাদের সাথে আছে, যে কারনে একটি দল হিসেবে তারা গড়ে উঠেছে। সবসময়ই মাঠে তারা জয়ের জন্য প্রস্তুত থাকে। তবে আমরাও সবদিক থেকে নিজেদের প্রস্তুত করে তুলেছি।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC