এপ্রিল ২০, ২০২৫

রবিবার ২০ এপ্রিল, ২০২৫

কোনো স্যাংশনের তোয়াক্কা করে না শেখ হাসিনা: কাদের

Sheikh Hasina does not care about sanctions Said Obaidul Quader
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের | ছবি: সংগৃহীত

শেখ হাসিনা কোনো স্যাংশনের তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে চিরতরে লালকার্ড দেখাতে হবে। তারা এখন আটলান্টিকের পাড় থেকে স্যাংশন আসার অপেক্ষায় আছে। কিন্তু শেখ হাসিনা কোনো স্যাংশনের তোয়াক্কা করে না।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, টেমস নদীর ওপার থেকে নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। বিএনপি হচ্ছে ভুয়া। ওদের আন্দোলন ভুয়া। এক দফা ভুয়া, ৩২ দল ভুয়া। এখন কি করে? হরতাল, অবরোধ দিচ্ছে। অবরোধ ভুয়া। কিছুই মানে না পাবলিক।

ওবায়দুল কাদের আরো বলেন, ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্রদের মাঝে আকর্ষণীয় করতে হবে। ছাত্রলীগের সাধারণ সভায় শুধু ছাত্রলীগ থাকবে সাধারণ ছাত্র থাকবে না, এটা মিনিংলেস। রাজনীতিতে মেধাবীদের আসতে হবে। চরিত্রবানদের রাজনীতিতে আসতে হবে। না হলে রাজনীতি চরিত্রহীন হয়ে পড়বে।

নতুন ভোটারের জন্য আওয়ামী লীগের ইশতেহার নিউ জেনারেশন, স্মার্ট সিটিজেন বলে উল্লেখ করে প্রতি বছর ২০ লাখ করে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।