কোনো সন্ত্রাসী নয়, ভালোবাসা দিয়ে বিএনপিকে এগিয়ে যেতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দলকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। কোনো সন্ত্রাসী কাজ জাতীয়তাবাদী দল পছন্দ করে না। আগামী দিনে সরকার গঠন করে জাতীয়তাবাদী দল দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে।
সোমবার বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ একটি জঙ্গী সংগঠন। তাদের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামীলীগ একটি পালিয়ে যাওয়া দল। বাংলাদেশের জনগন আর এই জঙ্গী সংগঠনকে দেখতে চায় না। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ মোঃ এনামুল হক সুমন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মহসিন কবির সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক যথাক্রমে শাহজাহান সাজু, মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান ভূইয়া রিপন চেয়ারম্যান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এডভোকেট কামাল হোসেন, সাধারন সম্পাদক লিয়াকত হোসেন মনির, সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন ডিলার, সাধারণ সম্পাদক আবু তাহের ডিলার, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল করিম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে এডভোকেট আবদুল্লাহ আল মামুন, জমির হোসেন, আবুল কালাম আজাদ, কামরুল হাছান, নাজমুল হাসান, কবির হোসেন, মোহাম্মদ ফজলুল হক ফজল, সোহেল রানা, শাহজালাল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক আক্রামুল ইসলাম, সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, শ্রমিকদলের সভাপতি আবু কাউছার, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সম্রাট, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব ফয়সাল কবির আখন্দসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।