মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

কোনো চোখ রাঙানো আর চলবে না: কাজী দ্বীন মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক

কোনো চোখ রাঙানো আর চলবে না: কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যশপুর, বাখরাবাদ ও কুমারপুস্কুরনি এলাকাসহ বিভিন্ন স্থানে একাধিক উঠান বৈঠক ও রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে যোগ দেন কুমিল্লা-৬ (কুমিল্লা সদর, সদর দক্ষিণ, এবং কুমিল্লা সিটি কর্পোরেশন) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

রোববার (২১ ডিসেম্বর) এসব কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “কোনো চোখ রাঙানো আর চলবে না। প্রয়োজনে জীবন দেবো, কিন্তু ভোটকেন্দ্র দখল করতে দেব না। জনগণের ভোটের অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব।”

তিনি আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন কালিরবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শরিফুল ইসলাম, কাজী করিম, মাওলানা জাকির হোসেন, সেক্রেটারি মাস্টার রুহুল আমিন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ মুন্সি, ইউনুস মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আরও পড়ুন