কুমিল্লায় গণমিছিল কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
আজ শুক্রবার (২ আগস্ট) দুপুরে জুমার নামাজ শেষে কুমিল্লা নগরীর ঝাউতলা ছাতা মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি রেসকোর্স মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখান থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর কান্দিপাড়ে গিয়ে শেষ হয়।
গণমিছিলটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করতে দেখা যায়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC