মে ২৯, ২০২৫

বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫

কে হচ্ছে নতুন হ্যারি পটার? জেনে নিন মূল চরিত্রে এই তিনজন কারা

Rising Cumilla - Who is the new Harry Potter, Find out who these three main characters are
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হলো এইচবিও-র বহু প্রতীক্ষিত ‘হ্যারি পটার’ টিভি সিরিজের তিন প্রধান চরিত্রের নাম। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির হ্যারি পটার, রন উইসলি এবং হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে এবার দেখা যাবে সম্পূর্ণ নতুন মুখ। এইচবিও জানিয়েছে, এই নতুন প্রজন্মকে নিয়ে তারা অত্যন্ত আশাবাদী।

জানা গেছে, এবার হ্যারি পটার চরিত্রে অভিনয় করবেন ডমিনিক ম্যাকলাফলিন। হারমায়োনি গ্রেঞ্জার হিসেবে পর্দায় আসবেন আরাবেলা স্ট্যানটন, আর রন উইসলি চরিত্রে দেখা যাবে আলাস্টার স্টাউটকে। এই তিনজনের ওপরই এবার ভক্তদের চোখ থাকবে, কারণ এর আগে এই চরিত্রগুলোতে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্ট। উল্লেখ্য, আটটি ‘হ্যারি পটার’ চলচ্চিত্র ছাড়াও এই সিরিজ থেকে তিনটি ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিনেমাও মুক্তি পেয়েছে।

এইচবিও কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “অবশেষে আমরা আমাদের হ্যারি, হারমায়োনি আর রনকে খুঁজে পেয়েছি। কাস্টিং ডিরেক্টর লুসি বেভান ও এমিলি ব্রকম্যানের নেতৃত্বে চলা এই দীর্ঘ প্রক্রিয়ার পর আমরা খুবই আনন্দিত। এই তিনজনের প্রতিভা অসাধারণ। পর্দায় তাদেরকে একসঙ্গে জাদু করতে দেখার তর সইছে না আমাদের। আমরা সেই হাজার হাজার শিশুকে ধন্যবাদ জানাই যারা অডিশনে অংশ নিয়েছিল। নতুন প্রজন্মের এই প্রতিভাবানদের খুঁজে পাওয়া সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা।”

জানা গেছে, এইচবিও এই কাস্টিংয়ের জন্য বেশ ঘটা করে উন্মুক্ত অডিশনের আয়োজন করেছিল। কয়েক মাস ধরে চলা এই প্রক্রিয়ার পর অবশেষে নতুন অভিনেতাদের নাম প্রকাশ করা হলো।

যদিও মূল হ্যারি পটার বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা সিরিজটি প্রধান চরিত্র হ্যারির নামেই ছিল, তবে নতুন টিভি সিরিজটিও যে একই নামে হবে, তা এখনও নিশ্চিত করেনি এইচবিও। তবে তারা জানিয়েছে, এটি “অত্যন্ত বিশ্বস্তভাবে হ্যারি পটার বইগুলোর উপর ভিত্তি করে নির্মিত” হবে এবং এইচবিও ম্যাক্সে স্ট্রিমিং হবে।

নতুন এই ‘হ্যারি পটার’ সিরিজটি প্রযোজনা করছে ব্রন্টি ফিল্ম অ্যান্ড টিভি ও ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন স্বয়ং লেখক জে.কে. রাউলিং, নিল ব্লেয়ার, রুথ কেনলি-লেটস ও ডেভিড হেইম্যান। এই সিরিজের শুটিং শুরু হবে চলতি গ্রীষ্মেই এবং ২০২৬ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন