জানুয়ারি ৮, ২০২৫

বুধবার ৮ জানুয়ারি, ২০২৫

কেন বাতিল করা যাচ্ছে না পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন—যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Why can't police verification on passport be canceled - what Home Advisor said
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সকালে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদফতর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

এক সময় চিন্তা করছিলাম, পুলিশ ভেরিফিকেশনটাই উঠায় দিব। শুধু আমরা কার্ডের (জাতীয় পরিচয়পত্র) ওপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনে জনগণের একটু হ্যারাসমেন্ট হয়…কিন্তু রোহিঙ্গার সমস্যার যে কথা বললেন, এটার কারণে জিনিসটা উঠানো যাচ্ছে না, সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তাহলে কি পুলিশ ফেরিফিকেশন থাকছে?- প্রশ্ন করেন সাংবাদিকরা।

এর জবাবে উপদেষ্টা বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন থাকছে, কি থাকছে না, এ বিষয়ে আমি এখনই বলতে পারব না। বাট যদি দেখা যায় যে, শুধু আমাদের আইডি কার্ড দিয়ে পারা যায়, তাহলে আমরা পুলিশ ফেরিফিকেশন উঠায় দিব।’

এছাড়া বিদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা ৩১শে জানুয়ারির মধ্যে নতুন ভিসা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।