ডিম ছোড়ার ঘটনা বাংলাদেশে যেমন দেখা যায়, তেমনি বিশ্বের নানা প্রান্তেও এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে। বিশেষ করে নেতাদের দিকে ক্ষোভ প্রকাশের একটি প্রতীকী অস্ত্র হিসেবে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। খাবারের সহজলভ্যতা এবং এর প্রতীকী তাৎপর্য ডিমকে প্রতিবাদের একটি শক্তিশালী মাধ্যমে পরিণত করেছে।
লিখিত তথ্য অনুযায়ী, ডিম নিক্ষেপের ইতিহাস বেশ পুরোনো। মধ্যযুগে বন্দীদের শাস্তি দিতে তাদের দিকে ডিম ছোড়া হতো। ১৮০০ সালের দিকে যুক্তরাজ্যের 'আইল অফ ম্যান' দ্বীপে মেথোডিস্টদের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছিল। এরপর ১৮৩৪ সালে মার্কিন কবি জর্জ হোয়াইটারকে দাসত্ব বিরোধী বক্তৃতা দেওয়ার সময় ডিম ছোড়া হয়।
রাজনৈতিক ইতিহাসে ডিম নিক্ষেপের কিছু উল্লেখযোগ্য ঘটনা এখানে তুলে ধরা হলো:
১৯১৭ সাল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিলি হিউজ কনস্ক্রিপশন বিরোধী আন্দোলনের সময় জনসভায় ডিমের শিকার হন।
২০০১ সাল: ব্রিটেনের তৎকালীন উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকটকে এক তরুণ কৃষক ডিম ছোড়েন। এর প্রতিক্রিয়ায় প্রেসকট ঘুষি মারলে সেই মুহূর্তের ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
২০০৩ সাল: ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে প্রচারণার সময় অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগরকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল।
২০০৪ সাল: ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বিরোধীদের ছোড়া ডিমে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
২০১১ সাল: জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে আফগান বিক্ষোভকারীরা ইরানি কন্স্যুলেটে ডিম ছোড়ে।
২০১৩ সাল: প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের কফিন ডিম দিয়ে ভর্তি করার হুমকি দেওয়া হয়েছিল। একই বছর ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে ফরাসি কৃষকরা প্রচুর ডিম রাস্তায় ভেঙে প্রতিবাদ জানায়।
কলাম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যানের মতে, প্রতিবাদের জন্য ডিম বেছে নেওয়ার কয়েকটি কারণ আছে। এটি সস্তা, সহজলভ্য এবং সবার কাছে দৃশ্যমান। যখন ডিম ফেটে যায়, তখন এক ধরনের আত্মতৃপ্তি তৈরি হয়।
তিনি আরও বলেন, এটি অহিংস প্রতিবাদের একটি রূপ। পুলিশের দিকে পাথর না ছুড়ে ডিম ছুড়লে পুলিশের পক্ষ থেকে পাল্টা গুলি বা কঠোর পদক্ষেপের ঝুঁকি কমে আসে। এর মাধ্যমে প্রতিবাদকারীদের উদ্দেশ্যও স্পষ্ট হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC