চা ছাড়া সকাল শুরু হবে এমনটা ভাবতে পারেন না অনেকে। চায়ের মধ্যেও আছে নানা ধরন। যেমন- দুধ চা, রং চা, লেবুর চা, গ্রিন টি, মাল্টার চা। তবে সম্প্রতি গ্রিন টির জনপ্রিয়তার সাথে সাথে এখন ব্লু টিও দখল করে নিচ্ছে চা পানকারদের হৃদয়।
পরাজিতা ফুলের নীল রঙ ও হালকা টক স্বাদের এই চা শুধু সুন্দর দেখতেই নয়, এর স্বাস্থ্যগুণও অসাধারণ। কেন খাবেন ব্লু টি? চলুন জেনে নেই-
হৃদরোগের ঝুঁকি কমাবে: ব্লু টিতে থাকা অ্যান্টিথ্রম্বোটিক উপাদান রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, ফলে কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। সব মিলিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে ব্লু টি এক অত্যন্ত কার্যকরী পানীয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে: বর্ষাকালে শরীরে ভাইরাসের আক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ব্লু টিতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী: বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত ব্লু টি পান করলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
হজম শক্তি বাড়াবে: ভারী খাবার খাওয়ার পর এক কাপ ব্লু টি হজমে সাহায্য করে। এছাড়াও, বমি ভাব কমাতে এবং বিপাক ক্রিয়া বাড়াতে ব্লু টি খুবই উপকারী।
মস্তিষ্কের জন্য উপকারী: নিয়মিত ব্লু টি পান করলে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি ভালো থাকে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমে।
বিশেষজ্ঞদের মতে, ব্লু টি একটি অত্যন্ত পুষ্টিকর পানীয়। এটি শুধু স্বাদে মনোরম নয়, শরীরের জন্যও অসংখ্য উপকারী। তাই আজই আপনার ডায়েটে ব্লু টি যোগ করুন এবং সুস্থ থাকুন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC