
রাইজিং কুমিল্লা ডেস্ক

শীত এলেই গ্রাম-গঞ্জে, হাট-বাজারে কিংবা ভোরের কুয়াশায় ঢাকা পথে চোখে পড়ে এক পরিচিত টুপি—মাংকি ক্যাপ। বছরের পর বছর ধরে শীতের দিনে এই টুপির ব্যবহার একটুও কমেনি।
ফ্যাশনের তালিকায় না থেকেও কীভাবে মাংকি ক্যাপ হয়ে উঠল আমাদের শীতের অবিচ্ছেদ্য অংশ? জানলে অবাক হবেন এর পেছনের ইতিহাস।
মাংকি ক্যাপের আসল নাম কী?
আমরা যাকে সাধারণভাবে মাংকি ক্যাপ বলে চিনি, তার প্রকৃত নাম বালাক্লাভা (Balaclava)।
এই টুপির জন্ম উনিশ শতকে। ক্রিমিয়ান যুদ্ধের সময় তীব্র শীত থেকে বাঁচতে ব্রিটিশ সেনারা এই ধরনের টুপি ব্যবহার করতেন। যুদ্ধক্ষেত্রের নাম থেকেই টুপিটির নামকরণ করা হয় বালাক্লাভা। পরবর্তীকালে ইউরোপ পেরিয়ে এই টুপি ছড়িয়ে পড়ে বিশ্বের নানা দেশে, আসে আমাদের উপমহাদেশেও।
এ দেশে কেন ফ্যাশন হয়নি মাংকি ক্যাপ?
বাংলাদেশে এসে মাংকি ক্যাপ কখনোই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে ওঠেনি। বরং এটি জায়গা করে নেয় সাধারণ মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্র হিসেবে। গ্রামের কৃষক, দিনমজুর, দুধওয়ালা, পত্রিকাওয়ালা থেকে শুরু করে স্কুলগামী শিশু—সবার শীতের সঙ্গী হয়ে ওঠে এই টুপি।
কেন এত জনপ্রিয় মাংকি ক্যাপ?
বাংলাদেশের বেশিরভাগ এলাকায় শীত খুব বেশি কড়া না হলেও ভোরের কুয়াশা, ঠাণ্ডা বাতাস আর রাতে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার মতো পরিস্থিতি প্রায়ই দেখা যায়। এসব সময় মাথা, কান ও গলা একসঙ্গে ঢাকার প্রয়োজন হয়। মাংকি ক্যাপ এই তিনটি কাজই একসঙ্গে করে দেয়।
এর পাশাপাশি—
দাম কম
সহজে পাওয়া যায়
হালকা ও আরামদায়ক
আলাদা স্কার্ফ বা টুপির দরকার পড়ে না
এই সব কারণেই গ্রাম থেকে শহর—সব জায়গায় মাংকি ক্যাপ জনপ্রিয় হয়ে ওঠে।
ফ্যাশন নয়, আবেগের নাম মাংকি ক্যাপ
মাংকি ক্যাপ হয়তো ফ্যাশনেবল নয়, কিন্তু এই টুপিকে ঘিরে জড়িয়ে আছে গভীর আবেগ।
এই টুপি মানেই শীতের সকালে স্কুলে যাওয়া, মায়ের বা দাদির হাত ধরে বের হওয়া, কিংবা ভোরে কুয়াশার মধ্যে দুধওয়ালা বা পত্রিকাওয়ালার পরিচিত ছবি। অনেকের শৈশবের স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই মাংকি ক্যাপ।
যদিও নতুন প্রজন্ম অনেক সময় এটিকে ‘আনফ্যাশনেবল’ বলে মজা করে, তবু ঠাণ্ডা পড়লেই অনেকেই আবার পুরনো সেই মাংকি ক্যাপ খুঁজে বের করেন।
এখন তো মাংকি ক্যাপই ফ্যাশন!
সময় বদলেছে। যে মাংকি ক্যাপের দাম দেশে ৫০ থেকে ১০০ টাকা, সেই একই ধরনের টুপি এখন বিদেশে স্কি মাস্ক নামে পরিচিত। নামকরা ফ্যাশন ব্র্যান্ডগুলো এই টুপি হাজার হাজার টাকায় বিক্রি করছে।
এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই রসিকতা করে বলেছেন— “আমরা তো ছোটবেলা থেকেই ফ্যাশনে ছিলাম!”
বাস্তব জীবনের শীতের রাজা
মাংকি ক্যাপ হয়তো কখনো র্যাম্পে হাঁটবে না, ফ্যাশন ম্যাগাজিনের কভারেও জায়গা পাবে না। কিন্তু বাস্তব জীবনে ঠাণ্ডা থেকে বাঁচাতে, সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে এবং শীতের নস্টালজিয়া ধরে রাখতে মাংকি ক্যাপ আজও অপ্রতিদ্বন্দ্বী।
সূত্র : আজকাল
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC