শনিবার ২৩ আগস্ট, ২০২৫

কেন ওড়নার নিচে রসুন রাখতেন নুসরাত ফারিয়া, জানালেন নিজেই

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Nusraat Faria
নুসরাত ফারিয়া/ছবি ফেসবুক

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে কামরুজ্জামান রোমান পরিচালিত ভৌতিক চলচ্চিত্র ‘জ্বীন-৩’। এই সিনেমায় নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটির গল্প সুমন নামের একটি ছেলেকে ঘিরে আবর্তিত হয়েছে।

সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে নুসরাত ফারিয়া বলেছেন, “আমি প্রতিদিন শুটিং সেটে যাওয়ার আগে এবং ফিরে আসার পর দোয়া পড়তাম। কোনো খারাপ কিছু যাতে না ঘটে, সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতাম।”

তিনি আরও বলেন, “শুটিংয়ের সময় আমার মনে সবসময় ভয় কাজ করত। কারণ, আমরা এমন কিছু জায়গায় শুটিং করেছি, যেখানে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা একটি শতবর্ষী পুরনো গাছের নিচে শুটিং করেছি, যেখানে অনেক মানুষ আত্মহত্যা করেছে। এছাড়াও, কাছেই একটি শ্মশান ছিল।”

ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য নুসরাত ফারিয়া তার ওড়নার নিচে রসুন রাখতেন। তিনি বলেন, “আমার টিমের সদস্যরা, বিশেষ করে আমার হেয়ার স্টাইলিস্ট এবং মেকআপম্যান, আমাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। তারা শুটিংয়ে যাওয়ার আগে আমার উপর দোয়া পড়ে ফুঁ দিতেন। আমি আমার কামিজের ওড়নার নিচে রসুন অথবা অন্য কিছু রাখতাম, যাতে কোনো খারাপ কিছু না ঘটে।”

‘জ্বীন-৩’ সিনেমায় আব্দুন নূর সজল প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং নুসরাত ফারিয়া তার বিপরীতে অভিনয় করেছেন। সিনেমাটির ‘কন্যা’ শিরোনামের গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন