শুক্রবার ১৮ জুলাই, ২০২৫

কেজিতে মুরগির দাম বেড়েছে ১০–২০ টাকা, বেড়েছে সবজির দামও

ছবি: সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সরবরাহ বাড়ায় কাঁচা মরিচে কিছুটা স্বস্তি মিললেও মুরগির দাম কেজিতে বেড়েছে। একই সাথে কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি।

শুক্রবার (১৮ জুলাই) কুমিল্লার বাদশা মিয়ার বাজার, রাজগঞ্জ বাজারে ঘুরে এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে আর সোনালি মুরগির বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকা। এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা ও সোনালি মুরগি ২৯০-৩০০ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে ১০-২০ টাকা। তবে ফার্মের মুরগির ডিমের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১২০-১২৫ টাকায়। তবে পাড়ামহল্লায় অবশ্য এই দাম আরও ৫-১০ টাকা বেশি।

এদিকে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায়, ধন্দুল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৭০/৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৭০/৮০ টাকা, বরবটি ৮০ টাকা, করলা প্রতি কেজি ৭০/৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০/৮০ টাকা, পটল মানভেদে ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৫০/৬০ টাকা, জালি প্রতিপিস ৫০, লাউ প্রতি পিস ৬০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাছের বাজার ঘুরে দেখা গেছে, চাষের রুই কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৮০-৪৫০ টাকায়, তেলাপিয়া ১৮০-২২০, পাঙাশ ১৮০-২৩৫, কৈ ২৮০-৩০০ এবং পাবদা ও শিং ৪০০-৫০০ টাকায়।

আরও পড়ুন