কারো কাছে প্রিয় মানুষটিই এক সময় হয়ে উঠে বিষাক্ত। যেতে হয় বেদনাদায়ক অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তৈরি হয় দূরত্ব। সেই দূরত্ব থেকে একটা সময় আলাদা থাকার সিদ্ধান্ত নেন কেউ কেউ। বেছে নেন ডিভোর্স। তবে সেই ডিভোর্স উদযাপন করতে দেখা যায় না খুব একটা। এবার ডিভোর্স উদযাপন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন পাকিস্তানের এক নারী।
বিবাহবিচ্ছেদ উদযাপনের জন্য বন্ধুদের ডেকে পার্টি করে আলোচনার জন্ম দিয়েছেন এই নারী।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিবাহবিচ্ছেদ উদযাপন করতে বন্ধুদের নিয়ে কেক কেটে আনন্দ-ফুর্তি করছেন তিনি।
বিবাহবিচ্ছেদের পর তার এমন কর্মকাণ্ডে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
নেটিজেনরা বলছেন, বিবাহবিচ্ছেদ অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এটিকে এমন খেলোভাবে উপস্থাপন নিরর্থক।
কেউ কেউ আবার তরুণীর কর্মকাণ্ডকে ‘বিয়ের পবিত্রতা’র প্রতি অসম্মানসূচক আখ্যা দিয়েছেন।
তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC