
রাইজিং ফ্যাক্টচেক
"বিএনপি ক্ষমতায় গেলেও যেসব এলাকায় বিএনপির এমপি নির্বাচিত হবে না, সেসব এলাকায় কৃষি ও ফ্যামিলি কার্ড দেওয়া হবে না" দাবিতে শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। রাইজিং ফ্যাক্টসের বিস্তারিত অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়া এবং তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি।
এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ভাইরাল দাবিটি যাচাই করতে রাইজিং ফ্যাক্টস ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নির্বাচনি প্রচারণা সংক্রান্ত ভিডিও এবং বক্তব্য অনুসন্ধান করেছে। গত ৭ জানুয়ারির একটি ভিডিও পাওয়া যায়, যেখানে তিনি নির্বাচনি প্রচারণায় বিএনপির মহাপরিকল্পনার অংশ হিসেবে কৃষি ও ফ্যামিলি কার্ডের বিষয়ে উল্লেখ করেছেন।
ভিডিওটি সম্পূর্ণ বিশ্লেষণ করে দেখা গেছে, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শুধুমাত্র বিএনপির নির্বাচনি ইশতেহারে থাকা কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড সম্পর্কে তথ্য প্রদান করেছেন। কিন্তু কোথাও তিনি এমন কোনো মন্তব্য করেননি যে, যেসব এলাকায় বিএনপির এমপি নির্বাচিত হবে না, সেসব এলাকায় এই সুবিধা দেওয়া হবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গঠনে ৮টি পরিকল্পনা ঘোষণা করেছেন, যার মধ্যে দুটি হলো কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড।
এই পরিকল্পনাগুলো আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সমগ্র দেশে বাস্তবায়ন করার জন্য ঘোষণা করা হয়েছে। এতে কোনো এলাকা বা নির্বাচনি ফলাফলভিত্তিক শর্ত আরোপের উল্লেখ নেই।
উল্লেখযোগ্যভাবে, নির্বাচনের সময় প্রার্থীদের বক্তব্য বিকৃত করে বা আংশিক তথ্য উপস্থাপন করে ভুয়া দাবি ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ভোটারদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয় এবং নির্বাচনি প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে।
সুতরাং, "বিএনপি ক্ষমতায় গেলেও যেসব এলাকায় বিএনপির এমপি নির্বাচিত হবে না, সেসব এলাকায় কৃষি ও ফ্যামিলি কার্ড দেওয়া হবে না" দাবিতে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া এবং বিকৃত। তাই, রাইজিং ফ্যাক্টস এই দাবিতে প্রচারিত পোস্টগুলোকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC