বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫

কৃতি শ্যাননের ২ বছরে আয় ৪০০ কোটি রুপি!

ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও দারুণ সফল কৃতি শ্যানন। মাত্র দুই বছর আগে যাত্রা শুরু করা তার বিউটি ব্র্যান্ড ‘হাইফেন’ এরই মধ্যে অর্জন করেছে ৪০০ কোটি রুপির বেশি আয়। এই তথ্য জানিয়েছেন ব্র্যান্ডটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও তরুণ শর্মা।

তরুণ শর্মা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “হাইফেনের দ্বিতীয় জন্মদিনে মোট আয়ের এআরআর (বার্ষিক পুনরাবৃত্তি রাজস্ব) অতিক্রম করা এবং ৬০% পুনরাবৃত্তি গ্রাহকের অনুগত গ্রাহক বেস থাকাটা অবিশ্বাস্য। ১৯ হাজারেরও বেশি পিন কোড জুড়ে, মাত্র এক বছরে ১ মিলিয়ন থেকে ৪ মিলিয়ন গ্রাহক পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে, কারণ আমরা গ্রাহকদের চাহিদা বুঝতে পেরেছি, একটি নতুন বিভাগ তৈরি করেছি এবং সঠিক বিক্রয় চ্যানেল বেছে নিয়েছি। এর পাশাপাশি, ডেটা-চালিত এক্সিকিউশন এবং একটি তীক্ষ্ণ পণ্য কৌশলও এই সাফল্যের মূল কারণ।”

২০২৩ সালের জুলাই মাসে কৃতি শ্যাননের ৩৩তম জন্মদিনে ‘হাইফেন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ব্র্যান্ডটির দুই বছরের এই অভাবনীয় সাফল্যে কৃতি নিজেও আনন্দিত। তিনি বলেন, “গত দুই বছর ছিল এক অবিশ্বাস্য যাত্রা। একদম শূন্য থেকে ‘হাইফেন’ তৈরি করা আমার জীবনের অন্যতম ব্যক্তিগত এবং পরিপূর্ণ অভিজ্ঞতা। একটি ধারণা থেকে এমন একটি ব্র্যান্ডে পরিণত হতে দেখা, যা এখন অনেক গ্রাহক বিশ্বাস করে এবং ভালোবাসে—এটা এখনও অবাস্তব মনে হয়।”

তিনি আরও যোগ করেন, “আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন এবং তাদের জীবনে আমাদের ‘হাইফেন’ করার সিদ্ধান্ত নিয়েছেন! এটি কেবল শুরু। আমাদের দুই বছরের শুভেচ্ছা!”

কৃতি শ্যাননকে সম্প্রতি ‘দো পাত্তি’ সিনেমায় দেখা গেছে, যেখানে তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকাও পালন করেছেন। আগামীতে তাকে ধানুশের সঙ্গে ‘তেরে ইশক মে’ ছবিতে দেখা যাবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন