কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র আংশিক কার্যনির্বাহী কমিটি-২০২৪ গঠন করা হয়েছে।
এতে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. ওসমান গণীকে (সৈকত) সভাপতি, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আল-আমিনকে সাধারণ সম্পাদক এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রামিম মিয়াকে হেলথ টিম সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়র ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে দুপুরে চড়ুইভাতি, বিভিন্ন খেলাধুলার ইভেন্ট, ক্যারিয়ার আড্ডা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বন্ধুর মডারেটর ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমিন, বন্ধুর উপদেষ্টা অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম ও বিভিন্ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বন্ধুর বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে অনুষ্ঠিত ক্যারিয়ার আড্ডায় ক্যারিয়ার বিষয়ক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত মো. শরীফুল ইসলাম (তথ্য ক্যাডার), মোজাম্মেল হক সজীব (শিক্ষা ক্যাডার), জাহিদুল ইসলাম (শিক্ষা ক্যাডার) এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহকারী পরিচালক মো. রাকিব হোসাইন (নন-ক্যাডার) উপস্থিত ছিলেন।
‘বন্ধু’ কুমিল্লা অঞ্চলসহ সারা বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম চলমান রেখেছে। রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, হেপাটাইটিস ও জরায়ু ভ্যাকসিন ক্যাম্পেইনসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে৷
নব মনোনীত সাধারণ সম্পাদক মো. আল-আমিন বলেন, ‘২০২০ সালে ‘বন্ধু’র সাথে আমার পথ চলা শুরু। বিশ্ববিদ্যালয়ে এসে বন্ধুর হাত ধরেই প্রথমবার রক্তদান করেছি। তখন থেকে মনের মধ্যে মানসিক প্রশান্তি কাজ করেছে। পরবর্তীতে নিয়মিত সংগঠনের সাথে কাজ করতে থাকি। সংগঠনের সদস্য হিসেবে শুরু থেকে কাজ করে আসছি, ভবিষ্যতেও সংগঠনের উত্তরোত্তর সাফল্যের জন্য কার্যক্রম চালিয়ে যাবো।
সংগঠন পরিচালনায় সকলের সর্বসম্মতিক্রমে আমাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করবো। সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে সম্মানীত স্যার, বড় ভাই এবং সকল সদস্যদের সহযোগিতা চাই।’
উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ অক্টোবর ‘যদি করি স্বেচ্ছায় রক্তদান বাচঁবে জীবন, বাঁচবে প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বন্ধু’ প্রতিষ্ঠিত হয়। সবশেষে কুইজ প্রতিযোগিতা ও খেলাধুলায় বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।