
টানা তিন দিনের বৃষ্টির পর দিনাজপুরের হিলি ও আশপাশের অঞ্চল এখন ঢেকে গেছে ঘন কুয়াশার চাদরে। এই কুয়াশা এতটাই ঘন যে সকাল থেকে বৃষ্টির মতো টুপটাপ করে ঝরছে। এর ফলস্বরূপ, সব ধরনের যানবাহন বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে হিলি এলাকায় গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ৮টা পর্যন্ত গোটা এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন। রাস্তার দু'পাশ প্রায় অদৃশ্য হয়ে গেছে ঘন সাদা চাদরের নিচে।
কুয়াশার কারণে ভোগান্তির কথা জানিয়েছেন ট্রাকচালক আরাফাত রহমান। তিনি বলেন, “রাত থেকে কুয়াশা পড়তে শুরু করেছে। কিছু দেখা যায় না, তাই ধীরে ধীরে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে। সময়মতো পৌঁছাতে না পারলে ট্রাকে থাকা কাঁচা মাল নষ্ট হয়ে যেতে পারে।”
অন্যদিকে, জীবিকার উপর প্রভাব পড়েছে অটোরিকশাচালকদেরও। একজন অটোরিকশাচালক জানান, “সকালে কুয়াশা এত ঘন ছিল যে মানুষ রাস্তায় বের হয়নি। হালকা ঠান্ডাও পড়েছে। সকাল ৮টা পর্যন্ত কোনো যাত্রী পাইনি।”
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সোমবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় দেড় ডিগ্রি কম।
তিনি আরও বলেন, “বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আগামী দুই থেকে তিন দিন সকালবেলা কুয়াশার মাত্রা আরও বাড়তে পারে। তবে পরবর্তী ৫ থেকে ৭ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC