ফেব্রুয়ারি ৫, ২০২৫

বুধবার ৫ ফেব্রুয়ারি, ২০২৫

কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে রোডমার্চ

ছবি: সংগৃহীত

কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা (কুমিল্লা সদর দক্ষিণ ও বর্তমান কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড)কে পুনর্বহালের দাবিতে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডস্থ হোটেল নূরজাহান থেকে ঢাকাস্থ সদর দক্ষিণ-লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে নির্বাচন কমিশন অভিমুখে রোডমার্চের যাত্রা শুরু করেন।

এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। রোডমার্চে অংশ নেন কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই উপজেলা, মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কুমিল্লায় রোডমার্চের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মুহম্মদ আখতার হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা মোরশেদ আহমেদ চৌধুরী, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আমান উদ্দিন আহমেদ, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির প্রস্তাবিত আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদের আহবায়ক ইসমাইল মজুমদার, চৌয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব দুলাল, সাবেক বৃহত্তর পেরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্লাহ আমান, ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম ওমর ফারুক, সিটি কর্পোরেশনের সাবেক ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান মজুমদার, অ্যাডভোকেট জিল্লুর রহমান সোহাগসহ কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই উপজেলা, মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা (সদর দক্ষিণ ও লাকসাম উত্তর) সদর দক্ষিণ সংসদীয় আসনটি গঠিত হয় ১৯৮৬ সালে। কুমিল্লা-৯ নির্বাচনী আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬ সালে (২টি) ২০০১ সালের নির্বাচনসহ ৬টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০০৮ সালে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করার সময় সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকাকে তিনভাগে বিভক্ত করে এ আসনটি বিলুপ্ত করা হয়। যার ফলে কুমিল্লা জেলায় ১টি আসন কমে আসন সংখ্যা দাঁড়ায় ১১টিতে। উপজেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবী সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী আসনটি পুনর্বহালের।

উক্ত দাবীতে ইতিমধ্যে বিএনপি ও ঐক্য সংহতি পরিষদের ব্যানারে লিপলেট বিতরণ, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিস অভিমুখে লংমার্চ, প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।