মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত মনোনয়ন পেলেন সোলায়মান খান

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Sulaiman Khan gets final nomination from Khilafat Majlis for Comilla-7 (Chandina) constituency
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত মনোনয়ন পেলেন সোলায়মান খান / ছবি: প্রতিনিধি

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাওলানা সোলায়মান খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।

দেওয়াল ঘড়ি প্রতীকের এই মনোনয়নপত্র হস্তান্তর করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ফিরোজ।

মাওলানা সোলায়মান খান বর্তমানে খেলাফত মজলিস দুবাই শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি আট দলীয় জোটের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবরে তার নির্বাচনী এলাকা চান্দিনায় সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মনোনয়ন প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আমরা আশাবাদী দ্বীনি আদর্শ, সততা ও জনসেবার অঙ্গীকার নিয়ে মাওলানা সোলায়মান খান কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে একটি শক্তিশালী, ইতিবাচক ও কল্যাণমুখী নেতৃত্ব উপহার দিতে সক্ষম হবেন।

আরও পড়ুন