
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন পাননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এই সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তার সমর্থক ও নেতাকর্মীরা।
গতকাল সোমবার (৩ নভেম্বর) রাতে তারা কুমিল্লা নগরী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন বাতিলের প্রতিবাদে নগরীর কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এবং চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে হাজারো নেতাকর্মী জড়ো হন। তারা বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে এসে বিক্ষোভে অংশ নেন। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং সড়ক অবরোধ করে রাখেন।
বিক্ষোভকারীরা জোর দিয়ে বলেন, “আমরা বিএনপি থেকে ইয়াছিন ভাইয়ের মনোনয়ন চাই। মনোনয়ন না দিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কঠোর কর্মসূচি দেব।”
নেতাকর্মীদের মূল অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দিয়ে, দীর্ঘদিন দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা একজনকে প্রার্থী করা হয়েছে। তারা এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ মন্তব্য করে অবিলম্বে কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাজী ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
এ বিষয়ে হাইওয়ে ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জানান, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে। পরে অবরোধ তুলে নিলে রাত সোয়া ১টা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
								
								







