মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-৬ আসনে মনিরুল হক, দ্বীন মোহাম্মদ ও হাজী ইয়াছিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Monirul Haque, kazi din mohammadand-Haji Amin-Ur Rashid Yasin
ছবি: রাইজিং কুমিল্লা গ্রাফিকস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে (সদর ও সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং সেনানিবাস) সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।

এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ও স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাসদের প্রার্থী কামরুন্নাহার সাথীসহ কয়েক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকাল কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এদিন কুমিল্লার ১১টি আসনের মধ্যে ১ আসন থেকে ৬ আসন পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। বাকি ৫টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামীকাল শনিবার।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ তাদের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন। ফলে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে তাদের অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

এছাড়া যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে সে প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘যাদের মনোনয়নপত্র বাতিল গণ্য হবে তারা পুনরায় আপিল করতে পারবেন।’

এ সময় সকল প্রার্থীরাসহ তাদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন