সোমবার ২৬ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা–৬ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন মনিরুল হক চৌধুরী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Monirul Haque Chowdhury gets 'rice sheaf' symbol in Comilla-6 constituency
কুমিল্লা–৬ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন মনিরুল হক চৌধুরী

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী দেশের সব জেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে মতবিনিময় সভা চলছে।

দলীয় প্রার্থীরা সংশ্লিষ্ট দলের সংরক্ষিত প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসার।ইতোমধ্যে প্রতীক বরাদ্দ সংক্রান্ত আইনবিধি জারি করেছে ইসি।

তাতে নিবন্ধিত ৫৯টি দলের প্রতীকসহ তালিকা তুলে ধরা হয়েছে। দলের সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য রয়েছে ৫৬টি প্রতীক।

 

 

আরও পড়ুন