মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা–৬ আসনে জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের কালিরবাজারে গণসংযোগ

রাইজিং কুমিল্লা প্রতিবেদন

Rising Cumilla - Jamaat candidate for Comilla-6 constituency Kazi Deen Mohammad's public relations campaign in Kalirbazar
কুমিল্লা–৬ আসনে জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের কালিরবাজারে গণসংযোগ / ছবি: প্রতিনিধি

কুমিল্লা–৬ আসন (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ আজ সোমবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন নির্বাচনী ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল গণসংযোগ, উঠান বৈঠক ও দোয়া মাহফিল। এসব কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে দলীয় অবস্থান তুলে ধরেন।

কর্মসূচির অংশ হিসেবে সকালে আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেলুন নগরে মো. আব্দুল কাদের মাস্টারের বাড়িতে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেন তিনি। সকাল ৮টায় শুরু হওয়া ওই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশ, জাতি ও এলাকার শান্তি, উন্নয়ন ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৈতিকতা, শান্তিপূর্ণ পরিবেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন