মে ১৮, ২০২৫

রবিবার ১৮ মে, ২০২৫

কুমিল্লা-৬ আসনে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (সদর) আসনে নিজেদের নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার রাতে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে কেন্দ্রভিত্তিক পরিচালক ও সহকারী পরিচালকদের নিয়ে ‘নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সংসদ সদস্য পদের সম্ভাব্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন কুমিল্লা-৬ (সদর) আসনের নির্বাচন পরিচালক মোসলেহ উদ্দিন।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন ও অ্যাডভোকেট নাসির আহমেদ মোল্লা, কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল কাইয়ুম মজুমদার, কাজী নজির আহমেদ, অধ্যাপক জাকির হোসেন, মোহাম্মদ হোসাইন, শাহাদাত হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মজিবুর রহমান, অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী এবং লুৎফুর রহমান খান মাসুমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরও পড়ুন