
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনি অফিস উদ্বোধন ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের ক্যান্টনম্যান্ট এলাকায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনসচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে কুমিল্লা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, মুফতি মাহবুবুর রহমান, গোলাম আযম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “প্রতিবেশী রাষ্ট্র হবে বন্ধু রাষ্ট্র; বড়সুলভ আচরণ চাই না, চাই সমতা ও ন্যায্যতা। প্রভুত্ব নয়, বন্ধুত্বই স্বাভাবিক সম্পর্কের ভিত্তি।” তিনি জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি দেশ গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC