
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উপজেলা ধানের শীষে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন এর পক্ষে মনোনয়ন ফর্ম ক্রয় করা হয়েছে।
আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে হাজী জসিম উদ্দিনের হাজী জসিম উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে হাজী জসিম উদ্দিনের পক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ওয়াসিম) সাংবাদিকদের জানান, “কুমিল্লা ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে হাজী জসিম উদ্দিন এর পক্ষে বিএনপি কুমিল্লা জেলা, মহানগর ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার নেতৃবৃন্দরাসহ আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবো।”
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল সভাপতি মোস্তফা জামান সহ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিগত নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এই মনোনয়ন ফর্ম ক্রয় কুমিল্লা ৫ আসনে বিএনপির সক্রিয় কার্যক্রমের একটি প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।










