
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতিকের প্রার্থী আবুল কালাম ইদ্রিস এর ব্যাপক গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ও শনিবার (২৩ ও ২৪ জানুয়ারী) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লা, হাট-বাজার ও ঘরে ঘরে তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে এই গনসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এরই অংশ হিসাবে গত শুক্রবার বিকালে তার নিজ গ্রাম শশীদল ইউনিয়নের নাগাইশে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে মাওলানা মিজানুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতিকের প্রার্থী আবুল কালাম ইদ্রিস।
এসময় তিনি বলেন, আমার বাকী জীবনটুকু এই বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর জন্য উৎসর্গ করলাম। আমি যদি নির্বাচিত হই তাহলে এই এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করে যাবো। তাই এলাকার সর্বস্তরের জনগনের দোয়া ও ভোট প্রত্যাশা করেন তিনি।
এসময় মুফতি রবিউল ইসলাম, আবু সালেহ, মো. মোতাহের হোসেন, মো. শাহজাহান মিয়া, ফয়েজ আহাম্মেদ, মো. ইকবাল, আব্দুল মালেক মুন্সীসহ তার সমর্থিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC