মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-৪ আসন: ঋণ খেলাপের কারণে নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Alhaj Engineer Manjurul Ahsan Munshi
বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী/ছবি: সংগৃহীত

ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত থাকবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং সে কারণে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাবেন।

এর আগে ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর থাকছে না এবং ঋণখেলাপি সংক্রান্ত পূর্বের সিদ্ধান্ত বহাল থাকছে।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন