সারা বাংলাদেশের চলছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সরকার দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত মাঠে রাখছেন। সরকারের আইন অনুযায়ী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে আসছেন।
তারই ধারাবাহিকতায় কুমিল্লার চান্দিনা উপজেলায় ডা: ধরণীমোহনপাল রাজকালীবাড়ি মন্দিরে আজ বুধবার (১ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো: নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি মহোদয় আগমন করেন এবং রাজকালীবাড়ি মন্দির পরিদর্শন করেন।
মণ্ডপ পরিদর্শনকালে মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা পূজা উদযাপন পরিষদ, মন্দির কমিটি, পুরোহিত এবং ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি পূজার সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এবং দুর্গোৎসবকে মিলনমেলার উৎসবে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন। মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, ‘দুর্গোৎসবকে ঘিরে প্রায় দুই সপ্তাহ আগে থেকেই প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, আনসার ও সেনা সদস্যদের সমন্বয়ে প্রতিটি মণ্ডপে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দর্শনার্থীদের ভিড় সামলাতে ছিল বাড়তি টহল ও নজরদারি।
উক্ত পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমান্ডার ৪৪ পদাতিক ব্রিগেড, অধিনায়ক ৩ ই বেঙ্গল রেজিমেন্ট, ক্যাম্প কমান্ডার চান্দিনা আর্মি ক্যাম্প, ইউএনও এবং এসিল্যান্ড চান্দিনা, অফিসার ইনচার্জ চান্দিনা থানা, অফিসার ইনচার্জ ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, আনসার উপজেলা কমান্ডার সহ আরও অনেকে।
সম্মানিত জিওসি ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া সকলের সাথে মতবিনিময় শেষে সবার মঙ্গল কামনা করেন এবং দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC