
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লা-২ (মেঘনা ও তিতাস) আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেটকে অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন।
আজ রোববার (১১ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে, গত ৮ জানুয়ারি হাইকোর্ট কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে জারি করা নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে আদালত কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে গেজেট প্রকাশের নির্দেশ দেন।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী এবং ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল।
গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম।
উল্লেখ্য, আগে মেঘনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত ছিল কুমিল্লা-২ আসন। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এতে পরিবর্তন এনে হোমনা উপজেলা যুক্ত করা হয় এবং মেঘনা উপজেলাকে সরিয়ে কুমিল্লা-১ আসনের অন্তর্ভুক্ত করা হয়। ফলে বর্তমানে কুমিল্লা-২ আসন গঠিত হয়েছে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC