
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির আসন্ন নির্বাচনে অংশ নিতে পারেন। তিনি কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী।
আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে তিনি ইতিমধ্যেই তার নির্বাচনী এলাকায় পুরোদমে কার্যক্রম শুরু করে দিয়েছেন।
গতকাল, হঠাৎ করে রাতে বিভিন্ন গণমাধ্যমে খবর আসতে শুরু করে যে এনসিপির শীর্ষস্থানীয় নেতারা কে কোন আসন থেকে নির্বাচন করবেন।
এই জল্পনা-কল্পনার পরপরই, আজ সকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তিনি কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসন থেকে প্রার্থী হচ্ছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC