জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে, আজ বুধবার (৩ মে) ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের কুমিল্লার শংকরপুর ও আলেখারচর এলাকার হোটেলেগুলোতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জানা যায়, ঈদের ছুটিতে এ রুটে চলাচলকারী ভোক্তাদের অভিযোগ হাইওয়ে হোটেল গুলোর সামনের কনফেকশনারীর দোকানে এমআরপি থেকে বেশি দামে পণ্য বিক্রয় হচ্ছে। আজ তদারকি অভিযানে সত্যতা মেলায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমআরপি থেকে বেশি দামে বিক্রয় না করতে নির্দেশনাও দেওয়া হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোট ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বেলা ১০টা থেকে সহকারী পরিচালক মো: আসাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC