কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহাপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে চারটি বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া থানা শুভাপুর গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি (২১) এবং একই গ্রামের প্রয়াত আয়ুব আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (১৮)।
রবিবার (৩ নভেম্বর) ১০ বিজিবি, কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ শাহাপুর পোস্টের টহলদল শনিবার সন্ধ্যায় দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৮৪/৭-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুরে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল ৪ ক্যান বিয়ারসহ ২ জন ভারতীয় নাগরিককে আটক করে।
তিনি আরও বলেন, আটককৃত ভারতীয় নাগরিকদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা দায়ের করেছে বিজিবি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC