কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান দ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রবিবার (১১ মে) কুমিল্লা সেক্টরের অধীনস্থ সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জেলার সীমান্তবর্তী পুটিয়া, হায়দ্রাবাদ, খিরনাল, বাল্লাক ও জামবাড়ীসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় যানবাহনসহ প্রায় ৫৮ লাখ ৪১ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
দুপুর সাড়ে ১২টায় সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক মোঃ জিয়াউর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত চোরাচালানী পণ্যের মধ্যে রয়েছে ৫৫ হাজার ৮০টি ভারতীয় পটকা বা বাজি, জিরা, বাসমতি চাল, চা-পাতা, চকলেট এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। উদ্ধারকৃত মাদকের মধ্যে উল্লেখযোগ্য হলো গাঁজা, হুইস্কি, বিয়ার ও ইস্কাফ সিরাপ।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ জিয়াউর রহমান এই প্রসঙ্গে বলেন, "সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে ৬০ বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে এবং আমাদের গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযানটি চালানো হয়েছে। জব্দকৃত সকল মালামাল ইতিমধ্যেই কাস্টমস্ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC