শুক্রবার ১২ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা সীমান্তে ২ কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Indian goods worth Tk 2.73 crore seized at Comilla border
কুমিল্লা সীমান্তে ২ কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সীমান্ত নিরাপত্তায় কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) গত এক সপ্তাহে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে।

সোমবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।

বিজিবি জানায়, ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কুমিল্লা জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্তবর্তী এলাকায় চিরুনি তল্লাশি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, কসমেটিকস, ওষুধ, আতশবাজি, গরু, সিএনজি, পিকআপসহ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী জব্দ করা হয়।
জব্দ পণ্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো:

প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী ও মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়েছে বিদেশি মদ, গাঁজা ও ইস্কাফ সিরাপ।

লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন। সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এই তৎপরতা আরও জোরদার করা হবে।”

আরও পড়ুন