মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

বাসস

Rising Cumilla - Various Indian goods seized at Comilla border
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ/ ছবি: সংগৃহীত

জেলায় আজ সদর দক্ষিণ উপজেলা ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানকালে ভারতীয় অবৈধ মাদক ও সিগারেট সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আজ শনিবার বিকালে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র লক্ষীপুর পোস্ট এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে। এসময় সীমান্তের প্রায় আট কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত পদ্দারখীল ও চাঁনপুর বালুর মাঠ নামক স্থান থেকে বিজিবি’র টহল দল ভারতীয় মদ, বিয়ার, গাঁজা ও সিগারেট এবং আতশবাজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য সর্বমোট ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন