মঙ্গলবার ৪ নভেম্বর, ২০২৫

কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Huge quantity of Indian illegal goods seized at Comilla border
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ/ছবি: সংগৃহীত

অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে, কুমিল্লা সেক্টরের অধীন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক, লে. কর্নেল মো. জিয়াউর রহমান এই অভিযান এবং পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক পৃথকভাবে এই অভিযানগুলো পরিচালিত হয়। কুমিল্লা জেলার আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সীমান্তঘেঁষা এলাকা থেকে এসব মূল্যবান ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত পণ্যের বিবরণ:

ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে: যার আনুমানিক মূল্য প্রায় ৭৯ লাখ ৫২ হাজার টাকা। ভারতীয় খাদ্য সামগ্রী: যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৪৮ হাজার টাকা। সবমিলিয়ে, জব্দকৃত পণ্যের মোট বাজার মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।

লে. কর্নেল মো. জিয়াউর রহমান আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ বাণিজ্য বন্ধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত এই বিপুল পরিমাণ পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন