
কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মো. ইসমাইল মিয়া (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (৫ মে) দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) ডিমাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইসমাইল চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে গতকাল দুপুরে জগন্নাথদিঘী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানকালে, সীমান্ত শূন্যরেখা থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিমাতলী নামক স্থানে সন্দেহভাজন ইসমাইলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৩ কেজি গাঁজা, ৩৯৬ বোতল ফেনসিডিল এবং ১ বোতল মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য তিন লাখ পঁয়তাল্লিশ হাজার চারশ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটককৃত আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।