
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার ভোররাত ও সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র দায়িত্বাধীন এলাকায় বিজিবির টহলদল মাদক ও চোরাচালানবিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্তের প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুড়াপাড়া এলাকা এবং প্রায় ১০০ গজ অভ্যন্তরে পাহাড়পুর এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বাজি জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা। উদ্ধারকৃত সব মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC