ফেব্রুয়ারি ২১, ২০২৫

শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Indian goods worth Tk 8.8 million seized in BGB operation at Comilla border
ছবি : সংগৃহীত

কুমিল্লা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বুধবার (১৯ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বেশ কিছু মোবাইল ফোন জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, বুধবার বেলা ২টার দিকে কুমিল্লা সীমান্তের নির্ভয়পুর থেকে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব অবৈধ মাদক ও ভারতীয় পণ্যের বাজার মূল্য ৮৮ লাখ ৬৬ হাজার ৯২৬ টাকা।

রাতে বিজিবির ১০ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বুধবার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ মথুরাপুর বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় একটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।’

‘অভিযানে বিজিবি টহল দল সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ অভ্যন্তরে বাংলাদেশের নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৪ হাজার পিস অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৯ টি বিভিন্ন প্রকার মোবাইলফোন জব্দ করে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোরাচালান রোধে বিজিবির এই ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। আটককৃত ট্যাবলেট ও মোবাইল ফোন সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।