মার্চ ১৫, ২০২৫

শনিবার ১৫ মার্চ, ২০২৫

কুমিল্লা সীমান্তে প্রায় ৩১ লক্ষ টাকার ভারতীয় বাসমতি চাল জব্দ

Illegal Indian basmati worth Tk 3 million seized at Comilla border
ছবি: সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া সীমান্ত এলাকা থেকে ৩০ লক্ষ ৪৬ হাজার ৫০০ মূল্যের অবৈধ ভারতীয় বাসমতি চাউল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।

শুক্রবার দিবাগত রাত ১টায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে বিজিবির পালপাড়া নামক স্থানে সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬,৭৭০ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাউল জব্দ করে। পরে জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।

জব্দকৃত চাউলের বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দেশের সীমান্ত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্বের সাথে আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তে যেকোনো অবৈধ কার্যকলাপ কঠোর হাতে দমন করা হবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।