অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া তিন বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর সীমান্ত ব্যবহার করে একটি পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিন নারীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বিএসএফের কাছ থেকে ফেরত নেওয়া এই তিন বাংলাদেশি নাগরিক হলেন— যশোরের শেখহাটি গ্রামের শিল্পী বেগম (৩৮), মনিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের সালমা খাতুন (৩৮) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের সালমা বেগম (৪০)।
লে. কর্নেল মীর আলী এজাজ জানান, গত ২৪ সেপ্টেম্বর এই তিন নারী অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে গ্রেফতার হন। আটকের পর বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে। বিজিবি তখন তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশে তাদের বাড়িতে খোঁজ নিয়ে তারা যে বাংলাদেশি নাগরিক, তা নিশ্চিত হয়। এর প্রেক্ষিতে, ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, "ফেরত আসা এই তিন নারীর বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সেই লক্ষ্যে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।"
এদিকে, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, "অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হওয়া এই তিন নারীকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC